
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন পোশাক শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন নিহত পোশাক শ্রমিকের সহকর্মীরা।
সোমবার (১০মার্চ) সকাল ৬ টার পরে এই দূর্ঘটনা ঘটে বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাসেল সরোয়ার।
মো.রাসেল সরোয়ার বলেন,সড়ক দূর্ঘটনা হয়েছে। একজন গার্মেন্টস কর্মী মারা গেছে। অন্য আরেকজন আহত হয়েছে। আমরা দুইজনের বিষয়ে জানতে পেরেছি। কিন্তু স্থানীয় কেউ কেউ বলছেন তিনজন ছিল।
তিনি বলেন,এখন গার্মেন্টস কর্মীরা সড়ক অবরোধ করে রেখেছে। ফলে সড়কের দুইপাশে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে জানা গেছে,এদিন সকাল ৬টা নাগাদ সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টসকর্মীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অন্য আরেকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে। পরে গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
ডিআই/এসকে