ঢাকা, বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় পৃথক পৃথক ঘটনায় নিহত-২
নড়াইলে’ঊষার আলোর সূর্যসংঘে’র পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা
সংস্কারের আগে বাংলাদেশে কোন নির্বাচনের সুযোগ নেই: জামায়াত নেতা নাজমুল হক সাঈদী
রেমিট্যান্স যোদ্ধাদের অ্যাওয়ার্ড দিলেন গাইয়ারচর ইসলামিক ইয়ং লিডার্স প্লাটফর্ম
ব্রাহ্মণবাড়িয়া চলন্ত ট্রেন পাহাড়িকা ছাদ থেকে পরে যুবকের মৃত্যু
বাস্তব জীবনে সরল অংক
মিরসরাইয়ে পথচারী’কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাঁচবিবিতে পৌর জামায়াতের কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে জামাই
চুরির অপবাদে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ভূরুঙ্গামারীতে জামাত-শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ে ঈদ আনন্দে দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনামূলক প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নবিউল হক মারা গেছেন

বেতাগীতে চর দখলের অভিযোগ

বরগুনার বেতাগী ও বামনা উপজেলার মধ্যবর্তী বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতার চরের সীমানা নির্ধারণের জন্য মানববন্ধন করেছে বেতাগী উপজেলার সর্বস্তরের নাগরিকরা। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রবিবার সকাল ১০ টায় অবস্থান কর্মসূচি করে।

দীর্ঘ বছর ধরে রুহিতার চরের জমি বামনা ও বেতাগী দুই উপজেলার মধ্যে সমান ভাবে বিভক্ত করে মানুষ ভোগদখল করে এসেছে। কিন্তু গত ৫ আগস্টের পর পুরো রুহিতার চর বামনা উপজেলার মানুষ দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহনকারীরা। এসময় চরে বেতাগী উপজেলার মানুষের ফলানো ধান, ডাল সহ বিভিন্ন ধরনের ফসল লুটপাট করে তুলে নিয়ে গেছে বলেও তারা অভিযোগ করেন। বেতাগী ও বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তারা রুহিতার চরের সীমানা নির্ধারনে কয়েকবার চেষ্টা করলেও বামনা কথিত জমি দখলকারীদের বাঁধায় তা পন্ড হয়ে যায়। ফলে আর সমাধান না পেয়ে জেলা প্রশাসকের উপস্থিতিতে সীমানা নির্ধারনের দাবিতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সর্বস্তরের জনগণ। পরে অবস্থান কর্মসূচির শুরু হতে না হতেই জেলা প্রশাসক তাদের দাবি মেনে নিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) সময় নির্ধারন করলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয় সাধারণ জনগণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হোসাইন সিপাহী, আঃ রব সিকদার, খলিল কাজী, , নূর ভানু, সজল মাহমুদ প্রমুখ।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, বেতাগীর বেশ কয়েকটি গ্রাম নদী ভাঙনের কবলে পড়ে অসংখ্য পরিবার ভূমিহীন অবস্থায় রয়েছে। মূলত রুহিতার চরের অংশটি বেতাগী মৌজার মধ্যে পড়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি না বুঝে জোর জবরদস্তি করে চরটি দখলে নিতে চায়। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় আগামী ঈদের পরে দুই উপজেলার পাঁচজন করে প্রতিনিধি নিয়ে সীমানা নির্ধারণ করে দেবেন বলে জানিয়েছেন। সীমানা নির্ধারণ হলেই বিরোধ নিষ্পত্তি হবে বলে তিনি মন্তব্য করেন।

জেলা প্রশাসক শফিউল আলম বলেন, আমরা দ্রুত রুহিতার চরের পাশাপাশি দুই উপজেলার সীমানা নির্ধারন করব। ইতোমধ্যে দুই ইউএনওকে জানিয়েছি ১৩ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে দুই উপজেলার ৫ জন করে প্রতিনিধিকে নিয়ে সমাধান করার। যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ