
কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় এলাকা থেকে ২৮০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত আসামির নাম, মো. হাসান (৩৫)।
রবিবার (৯ মার্চ) রাতে হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো.শামসুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল রাতে
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সময় ধলেশ্বরী টোল প্লাজায় এলাকায় মাওয়ামুখী লেনে একটি মোটরসাইকেলের চালকের হেলমেটের মধ্যে ২৮০ পিস ইয়াবা এবং ৩৬ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়। এই বিষয়ে কেরানীগঞ্জ থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিআই/এসকে