
স্টাফ রিপোর্টার আলিফ হোসেন: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে গড়ে ওঠা ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণসহ দুইটি কারখানাকে উচ্ছেদ করা হয়েছে।
রবিবার সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার ভাটের চর এলাকা ও বালুয়াকান্দি এলাকায় গড়ে ওঠা অবৈধ দুইটি চুনাকারখানায় ঐ অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খনিজ ও জ্বালানি মন্ত্রণালয় বিভাগ সিনিয়র সহকারী সচিব লিটন রায় জানান, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় দুইটি স্থানে অভিযান পরিচালিত করা হয়েছে। একটি উপজেলার ভাটের চর এলাকায় অপরটি বালুয়াকান্দি এলাকায় অবৈধ চুনাভাটি বা চুনা কারখানা উচ্ছেদ করা হয়েছে। সংশ্লিষ্ট কাজে কাউকে উপস্থিত না পেয়ে গ্রেপ্তার বা জরিমানা করা হয় নাই। যে সকল ব্যক্তি এই অবৈধ চুনা কারখানার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার পরিকল্পনা চলছে। অভিযানে উপস্থিত ছিলেন গজারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য বৃন্দ।