
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অন্তঃসত্তা নারীকে দলবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ অটোচালকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (০৯মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন-আশরাফুল ও দীপ সরকার।
মাজহারুল ইসলাম বলেন,গতকাল শনিবার চাঁদপুর থেকে কাজের খোঁজে ঢাকায় আসেন ভুক্তভোগী অন্তঃসত্তা ওই নারী। সারাদিন কোথাও কাজ খুঁজে না পেয়ে তিনি কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় রাতের বেলা হাটাহাটি করছিলেন। এ সময় দুই অটোচালক তাকে ডাক দেয়। তারা তার কাছে জানতে চায় তিনি কেন ঘোরাফেরা করছেন। তখন সেই নারী তাদের জানায় তিনি কাজের খোঁজে ঢাকায় এসেছেন। কিন্তু তার কোথাও থাকার জায়গা নেই। এ কথা শুনে তারা তাকে থাকার ব্যবস্থা করে দিবে আশ্বাস দিয়ে একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে আরো দুজন মিলে মোট ৩ জন তাকে গণধর্ষণ করে।
সেখানে আরও একজন ছিল জানিয়ে তিনি বলেন, শেষজন তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি চিৎকার চেঁচামেচি করেন। পরে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়। এরপর এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে এবং অন্তঃসত্ত্ব সেই নারীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে।
এ ঘটনায় আরো দুইজন জড়িত। তাদেরকে খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে পুলিশ বলছে,ভুক্তভোগী ওই নারী একজন সনাতন ধর্মের। তিনি একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তারা চাঁদপুরের মতলবে বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত চার মাস থেকে তার সেই স্বামী কোন ভাবে যোগাযোগ করছিল না এবং তার ফোন নাম্বার বন্ধ। সম্প্রতি মেয়েটি তার বাড়িতে চলে যায়। কিন্তু বাড়ির লোকজন তাকে তোলেনি। ফলে সে কর্মের খোঁজে ঢাকায় চলে আসে।
ডিআই/এসকে