ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন

মোহাম্মদপুরে সাবেক কাউন্সিলরদের পৃষ্ঠপোষকতায় মিনি ক্যন্টনমেন্টে রূপ নিয়েছিল জেনেভা ক্যাম্প:র‍্যাব

মোহাম্মদপুর কেন্দ্রীক সাবেক কাউন্সিলর
আসিফ ও রাজিবের পৃষ্ঠপোষকতা ও লালন পালনের কারনে জেনেভা ক্যাম্প একটা মিনি ক্যন্টনমেন্টে রূপ নিয়েছিল বলে জানিয়েছেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো.খালিদুল হক হাওলাদার।

রবিবার (০৯মার্চ) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ‘আন্তঃজেলা সড়ক-মহাসড়কে র‍্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের চার সদস্যকে অস্ত্র ও লুণ্ঠিত সিএনজিসহ র‍্যাব-২ কর্তৃক গ্রেফতার প্রসঙ্গে’ এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

বিগত সময়গুলোতে কিশোর গ্যাংয়ের গ্রেফতারকৃত সদস্যদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে মো.খালিদুল হক হাওলাদার বলেন,যারা কিশোর গ্যাং, ছিনতাই করে তাদের রাজনৈতিক পরিচয় আমরা সেভাবে পাইনি। তবে আমরা যারা এদের পরিচালনা করে তারা যদি রাজনৈতিক ভাবে আশ্রয় প্রশ্রয় না পেতো তাহলে এরা আজকের এই অপরাধ জগতের সাথে আত্মপ্রকাশ করতো না।

সম্পতি একটি অভিযোগ আছে যারা বিগত সময়ে সরকারে ছিল এই মোহাম্মদপুর কেন্দ্রীক কিশোর গ্যাং সদস্যদের তারা পালতেন। তারা এখন পলাতক থাকার কারনে এই কিশোর গ্যাং সদস্যারা বেপরোয়া হয়ে উঠেছে। এর পেছনে মোহাম্মদপুরের সাবেক সরকার দলীয়রা কলকাঠি নারছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মোহাম্মদপুর কেন্দ্রীক যে কাউন্সিলরা যারা ছিলেন আসিফ ও রাজিব এদের পৃষ্ঠপোষকতা ও লালন পালনের কারনে জেনেভা ক্যাম্প একটা মিনি ক্যন্টনমেন্টে রূপ নিয়েছিল। আমরা সেই জেনেভা ক্যাম্পকে গুড়িয়ে দিয়েছি। এখন জেনেভা ক্যাম্পে কোন গডফাদার নেই। আগে জেনেভা ক্যাম্পে সাদারণ মানুষ ঢুকতে সাহস পেতো না। আমরা সেই জেনেভা ক্যাম্প এখন উন্মুক্ত করে দিয়েছি। যে কেউ যেকোন সময় জেনেভা ক্যাম্পে যেতে পারবেন। কোন অসুবিধা নেই। তবে এখনও মাদক আছে। এটা আমাদের অবজারভেশনে আছে। আমরা যেকোন সময়ে এটার ব্যবস্থা নিবো।

তিনি বলেন,মোহাম্মদপুর,আদাবর,বসিলা কেন্দ্রীক যারা রাজনৈতিক পরিচয়ে নেতৃবৃন্দ ছিলেন তাদের পৃষ্ঠপোষকতায় এই কিশোর গ্যাংগুলো আজকে এতো বেপরোয়া হয়েছে। কিশোর গ্যাংগুলো তারা লালন-পালন করেছেন। তাদের ছত্রছায়ায় এরা বড় হয়েছে। তাদের পরিচয়ে এরা পরিপূর্ণতা লাভ করেছে। আজকে তারা পালিয়ে যাওয়ার কারনে আজকে তারা বেপরোয়া ভাবে এলাকায় আধিপত্য বিস্তার করছে।

সাবেক কাউন্সিলররা এদের উস্কানি দিচ্ছে কিনা? বা কেউ কোন ইন্ধন যোগাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,কিশোর গ্যাংয়ের সদস্যরা আগে একটা পরিচয়ে বড় হয়েছে সুতরাং তাদের ইন্ধন অবশ্যই থাকতে পারে। যেহেতু একটা ছত্রছায়ায় তারা লালন-পালন হয়েছে সুতরাং সেই ইনফুলেন্সটা থাকতে পারে।

মো.খালিদুল হক হাওলাদার বলেন,সাম্প্রতিক সময়ে র‌্যাব-২ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল,মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মো.সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম এবং রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘কব্জিকাটা গ্রুপ’ এর প্রধান মো.আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ার এবং সন্ত্রাসী রাফাত ও টুন্ডা বাবুকে তাদের সহযোগীসহ গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায়, মোহাম্মদপুর কেন্দ্রিক সকল সন্ত্রাসী গ্রুপের মূল উৎপাটন করার লক্ষে র‌্যাব-২ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ