
পল্লবী থানাধীন ১২ নম্বর সেক্টর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,মো. ইসমাইল হোসেন বিজয় (২৫),মেহেদী হাসান (২৪) ও ইব্রাহিম তালুকদার মিশুক (৩০)।
শনিবার ভোরে পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশন আলীনগরস্থ নলেজিয়াম স্কুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম।
তিনি জানান,শনিবার ভোররাতে পল্লবী থানাধীন সেকশন-১২ আলীনগরস্থ নলেজিয়াম স্কুলের পাশে বহুতলা নির্মানাধীন ভবনের সামনে কাঁচা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে ইসমাইল হোসেন বিজয় (২৫), মেহেদী হাসান (২৪) ও ইব্রাহিম তালুকদার মিশুক (৩০) নামের তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় আসামীদের কাছ থেকে একটি লোহার তৈরি ছুরি, একটি ডেগার (ছুরি), একটি টিনের তৈরি চাপাতি, একটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস যাচাই করে ইসমাইল হোসেন বিজয় (২৫) এর বিরুদ্ধে ৯টি মামলা ও মেহেদী হাসান (২৪) এর বিরুদ্ধে একটি মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামিদেরকে বিধিমোতাবেক আদালতে প্রেরণ করা হবে।
ডিআই/এসকে