
সরাইল উপজেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শনিবার (৮ মার্চ) সরাইল সাংবাদিক পরিষদের নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সরাইল সাংবাদিক পরিষদের সভাপতি মীর মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন সরাইল সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: ফারুক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নওরোজ পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি আব্দুল মমিন, সহ-সভাপতি ও দৈনিক অগ্নিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি কামাল পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিন পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক ও দৈনিক সকালের খবর ২৪ ডটকম পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি উজ্জল মিয়া (মুরাদ), দপ্তর সম্পাদক ও দৈনিক শেষ সংবাদ সরাইল উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক ও দৈনিক এই আমার দেশ পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি রৌনাক খান, সরাইল সাংবাদিক পরিষদের সদস্য আলামিন বক্স, ও আজীবন সদস্য সৌদি প্রবাসী আব্দুল হাই।
মাহফিলে সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের সহ-সভাপতি কামাল পাঠান। মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন আজীবন সদস্য আব্দুল হাই। ইফতার শুরুর আগে দেশ ও সকলের কল্যাণে বিশেষ দোয়া করা হয়। ইফতার শেষে আলোচনার মধ্যে দিয়ে সভাপতি মীর মোহাম্মদ আলী ইফতার মাহফিলের সমাপ্ত ঘোষণা করেন।