
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
শনিবার (৮ মার্চ) রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই শাহানুর ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার সেমকো সিএনজি পাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে ছিনতাইয়ের প্রস্তুতি কালে গ্রেফতার করেন । গ্রেফতারকৃতরা হল , মাধবপুর পৌরসভার কাচারী পাড়া এলাকার জামাল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০), পূর্ব মাধবপুর গ্রামের রফু মিয়া পাঠানের ছেলে উজ্জল পাঠান ও কাচারী পাড়া এলাকার রওশন আলীর ছেলে রিয়াজ (২২) । এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।