ঢাকা, বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শার্শায় তক্ষক সাপ সহ ২ পাচারকারী আটক
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজের আবাসিক হলের নাম পরিবর্তন
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাওগাতিতে দেড় ঘন্টার ব্যবধানে বন্য হাতির আক্রমণে দুইজনের মৃত্যু
মাধবপুরে ভাবি ভাতিজি সহ তিনজনকে হত্যা : একজনের মৃত্যুদণ্ড
খুলনায় ৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক
খানাখন্দে ভরা শায়েস্তাগঞ্জ দেউন্দি আঞ্চলিক সড়ক
উলিপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, ভ্রাম্যমান আদালতে ৪ জনের জেল-জরিমানা
নোয়াখালীতে বিএনপির ট্যাগ লাগিয়ে জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের।
পুলিশের অভিযানে সারা দেশে গ্রেফতার ১৬০৫
রাজাপুরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত
নাইক্ষংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি
তানোরে ড্রেনের ময়লা প্রাথমিক বিদ্যালয়ের গেটের রাস্তায় বিড়ম্বনায় শিশু শিক্ষার্থীসহ অভিভাবকরা
তানোরে বিষ ও কীটনাশক মুক্ত ফল ও ফসলসহ স্ববজি চাষের লক্ষে পার্টনার কংগ্রেস সভা

পরিচ্ছন্ন খেলা হবে; শামীম ওসমান

নারায়নগঞ্জের সংসদ সদস্য ও আলোচিত রাজনীতিবীদ শামীম ওসমান বলেছেন, খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।

বুধবার ( ২৯ নভেম্বর )বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আসার বিষয় শামীম ওসমান বলেন, বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে ঘটনাগুলো বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিনিত করার চেষ্টা করা হচ্ছে। তাই পুলিশের ঢাকার যিনি দায়িত্বে আছেন। এ বিষয়গুলো আমার কাছে যতটুকু নলেজে আছে সে বিষয়গুলো আমি জানাতে চাই। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চাই। বাংলাদেশেকে এমন একটি জায়গায় নিতে চাই। যেখানে থেকে উঠে আসাটা খুব কঠিন হবে।

শামীম ওসমান আরও বলেন, আমরা জানেন যে আমরা ছাত্র রাজনীতি করতে করতে এতোদূর এসেছি এবং আমি গতকাল একটি সংবাদ সম্মেলেন করে বলেছি।যেটা আপনারা দেখেছেন। কয়দিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোম্ব মারছে, এ ধরণের বেশ কিছু তথ্য শেয়ার করা এবং জানানো জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে আসেনি একজন সাধারণ মানুষ হিসেবে আসছি।

তিনি আরও বলেন, সেই দেশেই উন্নত হয়। যে দেশের সাধারণ মানুষ যদি দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোন ঘটনা জানতে পারে। আর এই বিষয়গুলো সে যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানান। এটি সব দেশের মানুষরই দায়িত্ব। আমি সংসদ সদস্য হিসেবে না আওমী লীগের কোন নেতা হিসেবে না। যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি তাই বিভিন্ন খোঁজ খবর পাই। সেহেতু সেই তথ্য সঠিক কি না সেটা দেখার দায়িত্ব তো আমার না। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।

বিএনপি নির্বাচনে নেই এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।

ডিবির হারুনের ভাতের হোটেলে খাওয়ার বিষয়ে বলেন, হারুন ভাইয়ের নয়, উনার স্ত্রী আমার বোন তার হোটেলে খেয়েছি।

এর আগে গত ২০ নভেম্বর শামীম ওসমান জানিয়েছিলেন তাকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ