প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ৩:২৯ পূর্বাহ্ণ
উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

"অধিকার, সমতা, নারী ও কন্যার উন্নয়ন" এ প্রতিপাদ্যকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্যর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একটি বর্ণাঢ্য র্যালি অডিটোরিয়াম হলরুমের সামন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
পরে, আলোচনা সভায় এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী) সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নারী মহিলা সংস্থার কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা, আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার সোহেল রানা, ইসলামিক রিলিফ এর প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, ব্র্যাক এর উপজেলা ম্যানেজার ফখরুল আলম ভুঁইয়া ও এসআই মাসুদ রানা প্রমুখ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.