প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ৩:২৬ পূর্বাহ্ণ
উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান মুন্সি রানা (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কদমতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় কামরুজ্জামান মুন্সি রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দলদলিয়া ইউনিয়নের কৃষকলীগের সভাপতি ও কর্পুরা মুন্সিপাড়া গ্রামের আতিয়ার রহমান মুন্সির ছেলে বলে জানা গেছে।
এবিষয়ে শনিবার(৮ মার্চ) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.