
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় খান বাহাদুর আহছানউল্লাহ (রহ.) ১৫০তম জন্মর্বাষিকী উপলক্ষে সাতানী আমিরউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকা র্আছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ‘মানবতার সেবায় তারুন্য’, র্শীষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতানি আমির উদ্দীন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল জব্বার তিনি বলেন, খানবাহাদুর আহছানউল্লাহ (রহ.) র্কমজীবন থেকে আমাদের সুন্দর জীবন গঠনে শিক্ষা নেয়ার অনেক বিষয় রয়েছে তিনি দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ ও যুবকদের বিভিন্ন র্আথসামাজিক বৈচিত্র্যসহ বাংলাদেশের ভবিষ্য নিয়ে ভাবতেন, এ সময় আরো উপস্থিত ছিলেন খান বাহাদুর আহসানিয়া মিশন এর বিভিন্ন ও র্কমর্কতা, র্কমচারীগন অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন ছাত্র-ছাত্রীদের হাত ধোয়ার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পুরষ্কৃত করেন।