প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ৩:০০ পূর্বাহ্ণ
পিরোজপুরে একরাতে ৫ টি গরু চুরি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একরাতে ৫ টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাতিলাখালী এলাকা থেকে শনিবার (০৮ মার্চ) ভোররাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটে।
চুরি যাওয়া গরুর মালিক মো. মনির খান জানান, তারাবির নামাজ আদায় করেও বাড়ি ফিরে গোয়াল ঘরে গরুগুলোকে দেখেছি। কিন্তু ভোররাতে সেহরি খেতে উঠে দেখি একটি বাছুর উঠানে দৌড়াচ্ছে এবং গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
আমার ভাই ও আমার মোট পাঁচটি গরু নিয়ে গেছে। এর মধ্যে তিনটি গর্ভবতী গাভি ও দু’টি বকনা বাছুর নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য চার লাখ টাকা।
নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.