
জয়পুরহাটের ক্ষেতলালে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫- পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা।
আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আনজুমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মীর শয়ন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু স্বপন কুমার রায়, ছাত্র প্রতিনিধি মোঃ শাহিনুর আলম,সাংবাদিক আজিজার রহমান প্রমুখ।
এ সময় সাংবাদিক আজিজুল হক, নজরুল ইসলাম,এস কে মুকুল হোসেন, মোস্তাফিজুর রহমান, জেন্ডার প্রমোটর মোঃ মাহমুদুর নবী সোহেল সঞ্চালনায় ছিলেন,মহিলা অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের সংগিত শিক্ষক মোঃ মশিউর রহমান তুহিন, ও বিভিন্ন দপ্তরের প্রধান সহ শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।