
পটুয়াখালীর জেলার দুমকি উপজেলাস্থ লাল খার ব্রিজের পশ্চিম পাড় পিকআপ উল্টে ছাত্রলীগের অন্তত ১৮ নেতাকর্মী আহত হয়েছে। আহতের মধ্যে আশঙ্কাজনক ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৬জন পাঠানো হয়েছে। অপর আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে র্ভতি করা হয়েছে। মঙ্গলবার বিকেল
সাড়ে ৪ টায় উপজেলার লালখার ব্রিজ সংলগ্ন পশ্চিম পাড় এলাকায় সড়ক র্দুঘটনাটি ঘটেছে। প্রত্যাক্ষদর্শী, হাসপাতাল, ও আহতদের পরিবার সূত্র জানায়, বিকেল সাডে় ৪টায় দুমকিতে আ’লীগ আয়োজিত বিএনপি- জামায়াতের অগ্নিসন্ত্রা সবিরোধী ও শান্তি সমাবেশে যোগ দিতে দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রলীগের নেতৃত্বে অন্তত ২০-২৫ নেতার্কমীবাহী একটি পিকআপ লালখার ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পডে়। এতে পিকআপ অন্তত ১৮ জন নেতার্কমী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে পাঠায়।
আহতদের মধ্যে রোমান (১৭), রাহাত (২০), নাইম (১৮) তামিম (১৮), রনি (১৬), পারভেজ (২০), আ. কাদের (১৬), রাকিব (২২), রুম্মান (১৭) তামিম (২০) আরাফাত (২০) আবু নাইম (১৮) নোমান (১৪), ছাববির (১৪), রিদয় (১৯),মামুন (২০),নাইম (১৮), নাহিদ
(১৯) দের কে দুমকি হাসপাতালে র্ভতিকরা হয়েছে, পিকাপটি ছাএ লিগের নেতা র্কমি নিয়ে, দুমকিতে দ্ুিট র্কমসূচী শেষে এমপি, এ্যাড,আফজাল হোসেনকে লেবুখালী এগিয়ে দিচ্ছিল,বলে আহতদের পরিবার, প্রত্যক্ষর্দশী ও পথচারীরা বলেন, পিকআপটি আকস্মিক বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পডে় যায়। র্দুঘটনার পরপরই চালক ও সহকারীরা পালিয়ে যায়। পুলিশ পিকআপটি আটক করেছে। দুমকি থানার ওসি তারেক আবদুল হান্নান ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।