
❝অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ❞ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকাল ৩টায় বিরামপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন’র সভাপতিত্বে ৮ম আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, যুব কর্মকর্তা এনামুল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন ও বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, ছাত্র-ছাত্রী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।