
রাজশাহী মহানগরীর প্রাইভেট সৃষ্টি সেন্ট্রাল স্কুল এ্যান্ড কলেজে রমজান মাসে শ্রেণিকার্যক্রম, টিউটোরিয়াল সহ সকল পরীক্ষা বন্ধের দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। উপশহর ২ নং সেক্টরে প্রধান ক্যাম্পাস শনিবার ( ৮ মার্চ) বেলা ১.৩০ মিনিটের দিকে সকল শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস বন্ধের দাবী জানিয়েছে মিছিল বের করার চেষ্টা করে। কয়েকজন ব্যক্তি তা নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা একই সাথে প্রধান ক্যাম্পাশে প্রবেশ করেন।
৮ম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান, রিজভী জানান, রমজান মাসে টিউটোরিয়াল পরীক্ষা সহ শ্রেণিকার্যক্রম বন্ধের দাবীতে শিক্ষার্থীরা আন্দোলন করছে।
এ সময় হৈ-হল্লায় পথচারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য যানজট শুরু হয়।
রাজশাহী সৃষ্টি সেন্ট্রাল স্কুলের শিক্ষক ( স্কুলের পরিচয় পত্র গলায় ঝোলানো ছিল) আব্দুল হালিমের নিকট জানতে চাইলে তিনি বলেন, তিনি অন্য বিল্ডিংয়ের শিক্ষক । শিক্ষার্থীদের হৈচৈ এবং শব্দ শুনে ছুটে এসেছেন।
সৃষ্টি সেন্ট্রাল স্কুলের কর্তৃপক্ষের একাধিক মুঠোফোনে কল দিলে ও প্রান্ত থেকে বারবার ব্যস্ত অপর নম্বরটি সাময়িক ভাবে স্থগিত রয়েছে, ভয়েসের মাধ্যমে এমন সংকেত দেয়। সে কারণে কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।