ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ

কয়লা বোঝাই জাহাজ থেকে হাত-পা বাঁধা এক শ্রমিকসহ ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া বলেশ্বর নদীর চরে আটকে থাকা এমবি শাকিল পরিবহন (এম ২৫৯১২) নামের একটি কয়লাবাহী জাহাজ থেকে অচেতন অবস্থায় ছয় শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এসময় একজন হাত – পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুলিশ শ্রমিকদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্রমিকদের মধ্যে নাছির হোসেন (৩৫) কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। অন্যরা হলেন জাহাজের মাস্টার আবুল হাশেম (৪৯), ইঞ্জিন সুকানি বিপ্লব (৩৫), বাবুর্চি নিদু মিয়া (৬০), স্কট মো. শান্ত (১৮) ও শাওন (১৭)।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান বলেন, আহত শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং জাহাজটি নিরাপদে রাখা হয়েছে। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাকিল সরোয়ার জানান, বিকেল পাঁচটার পরে আহত অবস্থায় ছয়জনকে আনা হয়। তাঁদের চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবার শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। সবাই উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

জাহাজের মাস্টার আবুল হাশেম বলেন, ‘গত বৃহস্পতিবার মোংলা থেকে জাহাজে কয়লা বোঝাই করে ঢাকার গাবতলীর উদ্দেশে রওনা দিই। মোরেলগঞ্জ থানাধীন সোনাখালী নামক স্থানে নদীতে জাহাজ নোঙর করে ইফতার ও তারাবিহ নামাজ পড়ে বিশ্রাম করি। হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। এরপর এখানে কীভাবে এলাম, তা আমরা বলতে পারি না।’

জাহাজের স্কট মো. শান্ত বলেন, ‘ইফতার করার সময় সোনাখালীর সেখান থেকে দুজন স্কট আমাদের জাহাজে এসেছিল। তারপর কী হয়েছে আমি বলতে পারি না। শুক্রবার দুপুরে আমাদের জাহাজ এখানে চরের সঙ্গে আটকে থাকা অবস্থায় এবং জাহাজের লোকজনের হাত-পা বাঁধা দেখতে পাই। জাহাজের ইঞ্জিন বন্ধ করা হয়নি। আমাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে গেছে।’

স্থানীয় সেলিম ব্রিকসের ব্যবস্থাপক সরোয়ার হোসেন জানান, সাহ্‌রি খাওয়ার পর নদীর চরে জাহাজটি আটকে থাকতে দেখেন। ইঞ্জিন চলছিল। তিনি বলেন, ‘আমরা বারবার চিৎকার করে সমস্যা জানার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো উত্তর না পেয়ে দুপুরের দিকে ট্রলারযোগে জাহাজের কাছে গিয়ে লোকজনকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় দেখতে পেয়ে আমার মালিককে অবহিত করি।’

জাহাজের মালিক মাহাবুবুর রহমান বলেন, ‘গুইশাখালীতে টোল দেওয়ার পর আমার সঙ্গে জাহাজের কারও কোনো যোগাযোগ হয়নি। সারা রাত আমি জাহাজের সবার নম্বর বন্ধ পাই। আমার জাহাজের পাইলট মোংলা থেকে ওঠার কথা ছিল আর নামবে কাউখালী। কিন্তু সে গুইশাখালীতে নেমে গেছে। কিন্তু কীভাবে এ ঘটনা ঘটল, তা আমি বলতে পারব না। এ ঘটনার সঙ্গে পাইলটের কোনো যোগাযোগ থাকতে পারে বলে আমি ধারণা করছি।’

শেয়ার করুনঃ