
চুরি,ডাকাতিসহ একাধিক মামলার আসামি ও আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেন (৩৬) সহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃত অন্য দুই ডাকাত হলো-রমজান সিকদার আপন (২৪) ও রাজু হোসেন (২৫)।
শনিবার (০৮মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল শুক্রবার (৭ মার্চ) ও আজ শনিবার (৮ মার্চ ) রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি ও আরামবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।
মতিঝিল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার (৭ মার্চ) রাতে থানার টহল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এজিবি কলোনীর আলহেলাল জেন বায়তুল আমান জামে মসজিদ এর সামনে ফাঁকা মাঠে ৮ থেকে ১০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গভীর রাত ৩টা ৫ মিনিটের দিকে টহল টিমটি সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রমজান ও রাজু নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়। এছাড়াও শনিবার (৮ মার্চ) রাত দিবাগত ৩টার দিকে ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ হতে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।
রেকর্ডপত্র পর্যালোচনার তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত রমজানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা এবং গ্রেফতারকৃত ইসমাইলের বিরুদ্ধে যশোরের কোতয়ালী,সিলেটের বিশ্বনাথ,চট্টগ্রামের লোহাগড়া, পটুয়াখালীর মহিপুর থানায় চুরি ও ডাকাতির পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ডিআই/এসকে