
রাজধানীর ভাটারা এলাকা হতে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।
শনিবার (০৮মার্চ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ দিন সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ভাটারা থানাধীন সোলমাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- মো.বাপ্পী মিয়া(২৪)।
ভাটারা থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভাটারা থানাধীন সোলমাইদ এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশে বাপ্পী নামের এক ব্যক্তি পিস্তলসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় বাপ্পীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত বাপ্পী অপরাধ সংঘটনের উদ্দেশে পিস্তল নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতক আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে