ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩

গর্জনিয়া বাজার বার্মিজ গরু আসবে এ আশায় ইজারা ডাক ২৬ কোটি টাকা,জেলা জুড়ে অস্বস্তি

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নে মিয়ানমার সীমান্তবর্তী গর্জনিয়া বাজারটির এ বছর ইজারামূল্য ২৬ কোটি টাকা কেন! এই নিয়ে চট্টগ্রাম গ্রামের দক্ষিণ অঞ্চল তথা বান্দরবান ও কক্সবাজার জেলার মানুষের মাঝে হৈচৈ ও আলোচনা আর সমালোচনার ঝড় বইছে।

আলোচিত বাজারটির অবস্থান যদিও কক্সবাজার জেলার অংশের হলেও বাজারের চতুর্পাশে নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং মিয়ানমার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায়। গত বছর বাজারটি ইজারা হয়েছিল ভ্যাট ট্যাক্সসহ প্রায় ৫ কোটি টাকায়। এ বছর এক লাফে ইজারা ডাক প্রায় ২৬ কোটি টাকা হলো বার্মিজ গরু আসবে এ আশায়।

বাজারটি ইজারা নিয়েছেন বাজার কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম। তাঁর নেতৃত্বে বিএনপি- জামায়াত সমর্থিত ৫০ জন নেতা-কর্মী-ব্যবসায়ী মিলে বাজারটি আগামী এক বছর নিয়ন্ত্রণ করবেন। বিগত ১৫ বছর নিজের দলীয় লোকজন দিয়ে বাজারটি নিয়ন্ত্রণ করতেন আওয়ামীলীগ দলীয় কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি সাইমুন সরওয়ার কমল।এখন প্রশ্ন উঠেছে, ইউনিয়ন পর্যায়ের এই বাজার কেন এত চড়া মূল্যে ইজারা হয়েছে। প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের মতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি, সদর ও বাইশারী ইউনিয়নের মাঝখানে অবস্থিত সীমান্তবর্তী এই বাজারে রশিদের মাধ্যমে চোরাই গরু বৈধ ভাবে বিক্রির হাট। এ ছাড়াও মিয়ানমার থেকে মাদকদ্রব্য আনা এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য পাচারের ‘ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত।

গত বৃহস্পতিবার বিকেলে রামু উপজেলা পরিষদের উন্মুক্ত দরপত্রে গর্জনিয়া বাজারের সর্বোচ্চ খরদাতা হিসেবে প্রায় ২৬ কোটি টাকায় গর্জনিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলামের নাম ঘোষণা করা হলে এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা। যদিও বা ৫০ জন মিলে বাজার ডেকেছে এটা সবার জানা এর পরও যুবদল নেতার টাকার উৎস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রামু উপজেলার ১৩টি সরকারি হাটবাজারের প্রকাশ্যে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। ১৪৩২ বঙ্গাব্দের জন্য নিলাম অনুষ্ঠানে সবার নজর ছিল গর্জনিয়া বাজার। বাজারটি কার হাতে যাচ্ছে, গর্জনিয়া বাজারের জন্য ৪৫টি ফরম বিক্রি হয়। এর মধ্যে সাতজন উন্মুক্ত দরপত্রে অংশ নেন। যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ ১৯ কোটি ৯৭ হাজার টাকার দরদাতা তৌহিদুল ইসলামের নাম ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। দ্বিতীয় হয় রিফাতুল ইসলাম হিমু ১০ কোটি ও তৃতীয় দরদাতার নুরুল আবছার ৯ কোটি তাদের নাম ঘোষণা করা হয়। সরকারি সূত্রমতে, ১৯ কোটি ৯৭ লাখ টাকার ভ্যাট-করসহ বাজারের মোট ইজারা মূল্য দাঁড়াবে প্রায় ২৬কোটি টাকাতে।

এর সত্যতা নিশ্চিত করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, ইউনিয়ন পর্যায়ের একটি বাজারের ইজারামূল্য ২৬ কোটিতে যাবে, কল্পনাতে ছিল না। সম্ভবত সারা দেশের মধ্যে গর্জনিয়া বাজার সর্বোচ্চ দামের ইজারা। ইজারামূল্যের ৩০ শতাংশ জামানত হিসেবে ইতিমধ্যে ৬ কোটি টাকা পাওয়া গেছে। অন্যান্য ইজারামূল্যও নিয়মমাফিক আদায় করা হবে। সর্বোচ্চ মূল্যে বাজার ইজারা হলে সরকারের লাভ।এতা টাকায় দুর্গম পাহাড়ের গর্জনিয়া বাজার ইজারা প্রসঙ্গে তৌহিদুল ইসলাম বলেন, আগে বাজারটি আওয়ামী স্বৈরাচার সরকারের সাবেক এমপি কমল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। তাঁরা মিয়ানমারের চোরাই গরু এনে বাজারের ইজারামূল্য বাড়িয়ে দিয়েছেন। এখন প্রতিযোগী বেড়েছে অনেক। তাই বাজারের ইজারা ২৬ কোটির কাছাকাছি ঠেকেছে।
এক প্রশ্নের জবাবে তৌহিদুল ইসলাম বলেন, তিনি একা নন, রামু, কক্সবাজার, ঈদগাঁও এলাকার বিএনপি সমর্থক ৪০ জন ব্যবসায়ী ও হোটেল-মালিক মিলে সম্প্রতি ‘বিজনেস ফোরাম’ গঠন করেছেন। প্রতিজন ৫০ লাখ টাকা করে ২০ কোটি টাকা জমা করেছেন। সেই টাকায় গর্জনিয়া বাজার ইজারা নেওয়া হয়েছে। অনেক শেয়ারহোল্ডার থাকলেও বাজার ইজারা হয় একজনের নামে। তাঁর বাড়ি গর্জনিয়াতে, তিনি গর্জনিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক। সেই হিসেবে বাজারটি তাঁর নামে নেওয়া হয়েছে।

গর্জনিয়া বাজারটি রামু উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কাছে। যেতে হয় নাইক্ষ্যংছড়ির থানার পাশ দিয়ে। এ জন্য বেশির ভাগ ক্ষেত্রে নাইক্ষ্যংছড়ি থেকে আইনশৃঙ্খলার বিষয়টি দেখা হয়।

পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শেষ তিন বছরে গর্জনিয়া বাজার ‘দামি’ হয়ে ওঠে। মিয়ানমার সীমান্ত দিয়ে প্রতিদিন হাজারো গরু গর্জনিয়া বাজারে আনা হতো। তারপর ইউনিয়ন পরিষদের কাগজমূলে চোরাই গরু স্থানীয় হিসেবে হতো বিক্রি। সবচেয়ে বেশি গরু আনা হয় ২০২৪ সালে। এসব গরুর গর্জনিয়া বাজার হয়ে কক্সবাজার, ঈদগাঁও, চকরিয়া হয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হতো।

স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিসহ একটি সিন্ডিকেট এমপি কমলের নাম ভাগিয়ে গরু ব্যবসার আড়ালে লুকিয়ে স্বর্ণ, ইয়াবা, আইস (ক্রিস্টাল মেথ) এর বড় চালান। মিয়ানমারের একাধিক সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে কম দামে গরুর সঙ্গে এবরে চালান পাঠিয়ে বিনিময়ে বাংলাদেশ থেকে খাদ্যসামগ্রী, জ্বালানি ও ভোজ্যতেল পাচারে জড়িত। এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সচেতন মহল জানান, গরু ও ইয়াবার চালান লুটের ঘটনায় গর্জনিয়া-কচ্ছপিয়া গত ২ বছরে ১০ জন নিহত হয়েছে।

শেয়ার করুনঃ