
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নেত্রকানা-৪(মদন-মোহনগঞ্জ-খালিয়াজুী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সিনিয়র সচিব জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাজ্জাদুল হাসান।
আজ বুধবার (২৯) নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা এডভােকেট আমিনুল ইসলামসহ তিন উপজেলার দলীয় সভাপতি সম্পাদক এবং দলীয় বিভিন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগ তিনি নিজ উপজেলা মোহনগঞ্জ থেকে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজলার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শেষ করে জেলা প্রশাসকর কার্যালয়ে প্রবেশ করেন।