
আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁ আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা মোঃ ছাইফুল ইসলাম কে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আটক ছাইফুল ইসলাম আত্রাই উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে লিখা লিখির করার কারণে তাকে আটক করা হয়।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহাবুদ্দীন কাছে জানতে চাইলে তিনি বলেন, তাকে ডেভিল হান্ট বিষয়ে ও আওয়ামী লীগের পক্ষে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে লিখা লিখির কারনে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তাকে আটক করা হয়েছে। আটককৃত সাইফুল ইসলামকে শনিবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।