
রাজধানীর আদাবর থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় অপারেশন ডেভিল হ্যান্টের অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
শনিবার (৮মার্চ) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
গতকাল শুক্রবার (০৭মার্চ) দিনব্যপি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন,গতকাল শুক্রবার(০৭মার্চ) দিনব্যাপি আদাবর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হ্যান্টের অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে,পূর্বের ডাকাতের প্রস্তুতি মামলায় ২ জন এবং ছিনতাইয়ের মামলায় ২জন।
গ্রেফতারকৃত আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে