
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনুমানিক ‘এক কোটি তিপ্পান্ন লাখ বায়ান্ন হাজার একশত টাকা’ মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের অবৈধ মালামাল জব্দ করেছে (বর্ডারগার্ড) বিজিবির সদস্যরা।
শুক্রবার (৭ মার্চ) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে উপজেলার মজলিশপুর হতে চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত চোরাচালানের মধ্যে রয়েছে, ভারতীয় বাজি, Whitening Glow Facial Kit, GM TRUM Seram, Pinoglo Cream, Lenaz Lotion, Lsotretinoin, Hexagm Bar, স্ক্রীন সাইন ক্রীম, প্লাস্টিকের বয়াম, বিভিন্ন প্রকার চশমা, বিভিন্ন প্রকার উন্নত মানের শাড়ি এবং বিভিন্ন প্রকার উন্নত মানের থ্রি-পিস।
জব্দের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান সংবাদ কর্মীদের জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ চন্ডিদার বিওপির টহলদল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মজলিশপুর নামক স্থান হতে ভারতীয় এসব চোরাচালান জব্দ করে। যার সিজার মূল্য আনুমানিক ১,৫৩,৫২,১০০/- (এক কোটি তিপ্পান্ন লাখ বায়ান্ন হাজার একশত) টাকা।’
তিনি আরো বলেন, র্সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও সর্বোচ্চ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।