জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার মিলন হাওলাদারের বাড়িতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
শুক্রবার (৭ মার্চ) সাড়ে ১১টার দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামে শহীদ মিলনের বাড়িতে যান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আরো উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্র প্রতিনিধি মো. সাজ্জাদুল ইসলাম দুর্জয় ও মো. আমিনুল ইসলাম।
এ সময় দুমকি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও নগদ অর্থ দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী থেকেও নগদ অর্থ ও ইফতার সামগ্রী দেয়া হয় এ শহীদ পরিবারকে।
উল্লেখ্য, দুমকিতে জুলাই শহীদ মিলনের পরিবারের মানবেতর জীবনযাপন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছিলো