
পটুয়াখালীতে ২২ বছর পলাতক থাকার পর অবশেষে মো.ফিরোজ হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প।
শুক্রবার (৭ মার্চ) সকালে বাউফল উপজেলার সূর্যমনি এলাকা থেকে তাকে আটক করা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে,২০০৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ফিরোজ হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় ভিকটিমকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়, এমনকি তার পায়ের রগ কেটে দেওয়া হয়। আহত অবস্থায় ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।
আইনি প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য আসামিদের গ্রেফতার করা গেলেও ফিরোজ হাওলাদার দীর্ঘ ২২ বছর পলাতক ছিলেন। ২০০৭ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার সাজা দেন। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে আসামিকে নিজ এলাকায় গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা ফিরোজ হাওলাদারকে নজরদারিতে রাখা হয়েছিল। অবশেষে নির্ভুল তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”
গ্রেফতারের পর ফিরোজ হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে