ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

খিলগাঁওয়ে চাঁদাবাজি-দখলের অভিযোগে যুবদল নেতা অনু গ্রেফতার

রাজধানীর খিলগাঁও এলাকায় রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ আবুল হাসনাত অনু নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত অনু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য,খিলগাঁও থানা যুবদলের সাবেক সভাপতি ও একই এলাকার যুবদলের সভাপতি পদপ্রার্থী।

শুক্রবার দুপুরে খিলগাঁওয়ের সি-ব্লক থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন সন্ধ্যায় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.দাউদ হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,খিলগাঁও থানায় দায়েরকৃত চাঁদাবাজির মামলায় এদিন দুপুরে আবুল হাসনাত অনুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি দাউদ হোসেন আরও বলেন,চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক না কেন,কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

বিভিন্ন সূত্রে জানা গেছে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মধ্যে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর খিলগাঁও এলাকায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দখলদারি ও চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে উঠেছিলেন আবুল হাসনাত অনু। ৫ আগস্টের পর নির্মাণাধীন খিলগাঁও কমিউনিটি সেন্টার দখলসহ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির মাধ্যমে লিটন মাঝি নামক এক ব্যবসায়ীকে ছাত্র আন্দোলনের মামলায় ফাঁসিয়ে তার কাছ থেকে ৩৬ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কার বাগিয়ে নেন তিনি। এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে ভ্রাম্যমাণ বাজারে চাঁদাবাজি,ময়লার টাকা আদায়সহ সংশ্লিষ্ট না হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে শুক্রবার খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে উপস্থিত হয়ে রাজনৈতিক পরিচয় চাঁদাবাজ ও সন্ত্রাসী নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার কথা জানান সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন,সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে আরও কঠোর হতে হবে। বিএনপি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। এ দলে চাঁদাবাজ দখলবাজের অবস্থান নেই।

মির্জা আব্বাস বলেন,অনেকে ভুয়া পরিচয় দিয়ে, বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই। বরং পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয় আমি সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের উচ্চ মহলে সুপারিশ করবো।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ