
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে চার বাড়ীতে চুরি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছে।বাড়ীর মালিকরা হলো অমৃত দাস, সৌরভ মিত্র অন্তুু, সুবল চন্দ্র মিত্র এবং তার ভাড়াটিয়া নয়ন ঠাকুর। চোরের দল ওই বাড়ী গুলো থেকে নগদ টাকা সহ কিছু মালামাল নিয়ে গেছে। তবে কি পরিমান টাকা নিয়েছে তা জানা যায়নি। চোরেরা বাড়ী গুলোর দড়জার লক ভেঙ্গে ভিতরে ঢুকেছে বলে জানা গেছে।আনোয়ারুল ইসলাম মিয়া জুনিয়র একাডেমীর চার-কারুর শিক্ষক দিলিপ শিকারী জানান, তাদের বাসার পাশেই চুরি হওয়া বাড়ী গুলো। ঘটনার সময় তিনজন যুবক ছিলেন। চোরেরা প্রত্যেকে মাস্ক পরিধান করা ছিল। এরা লোহার রড দিয়ে দরজার লক ভেঙ্গে ভিতরে ঢুকেছেন বলে তিনি ভিডিও ফুটেজে দেখেছেন।কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম জানান, এ ঘটনা কেউ তাদের জানায়নি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।