
পল্টনে হিযবুত তাহরীর সদস্যদের ওপর হামলার সময় আটক রিকশাচালককে ছাড়িয়ে নিয়ে গেলেন উপদেষ্টা আসিফ।
শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনটের দিকে ডিএমপির মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে তাকে নিজের গাড়িতে করে নিয়ে যান।
এর আগে, নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষকালে এক রিকশাচালককে সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে। পরবর্তীতে তাকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল।
তবে ওই রিকশাচালকের পরিচয় নিশ্চিত করা যায়নি।
রিকশাচালককে নিয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি উপদেষ্টা আসিফ।
ডিআই/এসকে