
জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাঁকড়া ওলাকোলা গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তি নওমুসলিম ছিলেন। কিছু দিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
শুক্রবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।পুলিশ জানায়, গতকাল আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় বাঁকড়া-বাগঅঁচড়া সড়কে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাতেই তিনি মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, বাঁকড়া-বাগঅঁচড়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।