রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে আনুমানিক আট লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-মো.এরশাদ মিয়া (৪০) ও মো. রাবিক মিয়া (৩২)।
শুক্রবার (৭ মার্চ ) সকালে শাহজাহানপুর ভূমি অফিসের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৭ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর ভূমি অফিসের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রকটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য আট লক্ষ টাকা।
ডিবি সৃত্রে আরও জানা য়ায়,গ্রেফতারকৃরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিলো ও পরিবহণ করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে