
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক সুশোভন অর্ক।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,হিজবুত তাহরীরের সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় একটি সাউন্ড গ্রেনেডের অংশ সুশোভন অর্কের শরীরে আঘাত করে। ফলে তার পেটে ও হাতে ক্ষত হয় এবং রক্তক্ষরণ শুরু হয়।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ডিআই/এসকে