
পূর্বঘোষিত ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।
শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় মিছিলটি শুরু হয়।
মিছিলটি বায়তুল মোকাররম থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে পল্টন মোড় থেকে বিজয় নগর দিকে অগ্রসর হয়। একপর্যায়ে পল্টন মোড় থেকে মিছিলটি ফিরে আসার সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুঁড়তে থাকে। পরবর্তীতে সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগ দিয়েছে সেনাবাহিনী।
এর আগে শুক্রবার সকালে পুলিশ সদরদপ্তর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়,
পুলিশ সদরদপ্তরের বার্তায় বলা হয়,হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়,সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা,সমাবেশ,মিছিল,পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
ডিআই/এসকে