
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর মার্চ ফর খিলাফা সম্মেলন ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৭ মার্চ) সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটসহ সকল প্রবেশ পথে কঠোর নিরাপত্তায় কাজ করছে পুলিশ ও র্যাব সদস্যরা। ব্যাগসহ সন্দেহজনক লোকজনদের তল্লাশি করা হচ্ছে।
উল্লেখ্য,জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।
সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধঘোষিত যেকোন সংগঠনের সভা,সমাবেশ,মিছিল,পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোন সংগঠন সভা,সমাবেশ ও যেকোন উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ডিআই/এসকে