
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বৃহস্পতিবার রাতে উত্তরার ১১ ও ১২ নম্বর সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মনিরুল ইসলাম (৪০),মোহতাসিন বিল্লাহ(৪০) ও মাহমুদুল হাসান (২১)।
শুক্রবার (৭ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের কতিপয় সক্রিয় সদস্যগণ ৭ই মার্চ তারিখে বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় “মার্চ ফর খিলাফা” নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। তাদের তৎপরতা প্রতিরোধের উদ্দেশ্যে সিটিটিসির আভিযানিক দল উত্তরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এ আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এ মামলা রুজু করা হয়েছে।
সিটিটিসি-সূত্র জানায়,গ্রেফতারকৃত প্রত্যেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গিয়েছে।
ডিআই/এসকে