
আলমগীর হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা)
কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্ৰামের এসাক আলী সরদারের স্ত্রী সালেহা বেগম জনপ্রিয় বীমা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বীমার মেয়াদ শেষে ৬৬,৯৯৯: টাকা এবং লিপি খাতুন কে ৮৯৫১০, বীমা দাবীর চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় কালিগঞ্জের নাজিমগঞ্জ শাখা কার্যালয়ে জনপ্রিয় বীমা প্রকল্পের সাতক্ষীরা জেলা ইনচার্জ রবিউল ইসলামের উপস্থিতে বীমা দাবীর চেক প্রদান করা হয়,
এ সময় আরো উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ সার্ভিসের এ জি এম, মাসুদুর রহমান, দেবাহাটা সার্ভিসের এ জি এম নুর হোসেন, মাহমুদুর রহমান, আতিকুর রহমান, আলমগীর হোসেন, নুরউল্লহ, বিদ্যুৎ কুমার, সহ জনপ্রিয় বীমার কর্মী কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন।