প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৩, ২:৩৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ৪

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৪ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী উপজেলার বজরা তবকপুর গ্রামের মোঃ ওয়াহেদুল ইসলাম (৩২), মোঃ চান মিয়া (৫০), থানাহাট ছড়ারপাড় এলাকার মোঃ মাহবুবুর রহমান (৪৮) ও মোঃ মতিউর রহমান (৪৮)কে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ গ্রেফতার করে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.