
পাবনা,রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি আগামী ১০ মার্চ,২০২৫ ইং তারিখ থেকে নতুন ওয়ার্কিং টাইমটেবিল – ৫৪ অনুযায়ী চলাচল করবে। নতুন সময়সূচি অনুযায়ী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি এখন থেকে রাতে ঢালারচর স্টেশনে অবস্থান করবে। ট্রেনটি ভোরে ঈশ্বরদী জংশন থেকে শাটল-১ হয়ে আসবে না এবং রাতেও শাটল-২ হয়ে ঈশ্বরদীতে আর ফিরে যাবে না। নতুন সময়সূচি অনুযায়ী ঢালারচর এক্সপ্রেসের রাজশাহী অভিমুখে বন্ধের দিন বৃহস্পতিবার এবং পাবনা,ঢালারচর অভিমুখে বন্ধের দিন বুধবার। পূর্বে উভয়পথে বন্ধের দিন ছিলো মঙ্গলবার।
ট্রেনটি ঢালারচর থেকে সকালে রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৬ঃ৩০ মিনিটে এবং রাজশাহী থেকে পাবনা,ঢালারচরের উদ্দেশ্যে ছাড়বে বিকাল ৫ঃ২০ মিনিটে। এই ট্রেনটি সকাল ১০ঃ২৫ মিনিটে রাজশাহীতে পৌঁছে তারপর চাঁপাইনবাবগঞ্জ শাটল-১ নামে ১০ঃ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে দুপুর ২ঃ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শাটল-২ হয়ে ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে বিকাল ৩ঃ৪০ মিনিটে (পদ্মা কানেকশন)। রাজশাহীতে ট্রেনটি ১ ঘন্টা ৪০ মিনিট অবস্থান করার পরে বিকাল ৫ঃ২০ মিনিটে ঢালারচর এক্সপ্রেস নামে পাবনার দিকে পুনরায় যাত্রা শুরু করবে। ঢালারচর এক্সপ্রেসের পাবনায় পৌঁছানোর সময় রাত ৭ঃ২৩ মিনিটে,কাশিনাথপুরে ৮ঃ৩০ মিনিটে এবং ঢালারচর পৌঁছানোর সময় রাত ৯ঃ১৫ মিনিটে।
ঢালারচর এক্সপ্রেসের (৭৭৯) রাজশাহীর দিকে ছাড়ার সময়ঃ
ঢালারচর থেকে সকাল ৬ঃ৩০ মিনিটে
বাঁধেরহাট থেকে সকাল ৬ঃ৪৩ মিনিট
কাশিনাথপুর থেকে সকাল ৬ঃ৫৯ মিনিটে
সাঁথিয়া রাজাপুর থেকে সকাল ৭ঃ১৫ মিনিটে
তাঁতীবন্ধ থেকে সকাল ৭ঃ২৮ মিনিটে
দুবলিয়া থেকে সকাল ৭ঃ৩৮ মিনিটে
রাঘবপুর থেকে সকাল ৭ঃ৪৯ মিনিটে
পাবনা থেকে সকাল ৮ঃ০৪ মিনিটে
টেবুনিয়া থেকে সকাল ৮ঃ১৮ মিনিটে
দাশুরিয়া থেকে সকাল ৮ঃ৩২ মিনিটে
মাঝগ্রাম থেকে সকাল ৮ঃ৪৫ মিনিটে
ঈশ্বরদী বাইপাস থেকে সকাল ৯ঃ০৩ মিনিটে রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
পাবনা জেলার সম্মানিত যাত্রী সাধারণ, উপরের নতুন সময়সূচী মোতাবেক ঢালারচর এক্সপ্রেসে ভ্রমণ করার জন্য তথ্য সমূহ উপস্থাপন করেছে আব্দুল আলিম বিশ্বাস (মিঠু)
সিনিয়র টিটিই,ঈশ্বরদী টিটিই হেডকোয়ার্টার।