
নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাটে সেনাবাহিনী অভিযান চালিয়ে টোল নিয়ন্ত্রণে নিয়ে আসায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে। বৃহস্পতিবার(৬ মার্চ) দুপুরে সেনাবাহিনী নওগাঁ ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়,উত্তর জনপদের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাট। এ হাট উত্তরাঞ্চলের গরু ছাগল ক্রয় বিক্রয়ের জন্য বিখ্যাত। সাম্প্রতিক সময়ে এ হাটে গরু ছাগল ক্রয় বিক্রয়ে সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি হারে টোল আদায় করা হচ্ছিল।
এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে অতিরিক্ত টোল আদায় বন্ধ করে দেন।
বিপ্রবোয়ালিয়া গ্রামের আব্দুর রশিদ,রাফিকুল মাস্টার, পবনডাঙ্গা গ্রামের মুকুলসহ অনেকেই জানান সেনা অভিযানের ফলে ক্রেতা বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসছে।
হাটের ইজারাদার সরদার মো.আবুল কালাম আজাদ বলেন, সেনা সদস্যরা হাটে এসেছিলেন। তারা গরুহাটি,কাঠহাটিসহ বেশ কয়েকটি পট্টি ঘুরে দেখেন। পরে গরু ও ছাগলের
অতিরিক্ত টোল কমিয়ে সরকার নির্ধালিত টোল নেয়ার জন্য বলে গেছেন। চলতি বছরের আর মাত্র কয়েকটি হাট আছে। আমরা এ হাটগুলোতে তাদের নির্দেশনা অনুযায়ী টোল আদায়ের চেষ্টা করবো