
রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের সামনে একটি চলন্ত সিএনজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজিতে থাকা যাত্রী ও ড্রাইভার নিরাপদে আছেন।
বৃহস্পতিবার রাত ৮টা ৫৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরবর্তীতে ৯ টা ৪ মিনিটে কাজ শুরু করে ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো.শাহজাহান এ তথ্য জানান।
তিনি জানান,ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের হোটেল লা মেরিডিয়ানের সামনে ৮টা ৫৪ মিনিটে সিএনজিতে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আমাদের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সিএনজি ড্রাইভার জানান,হঠাৎ করে তিনি বুঝতে পারেন গাড়িটিতে আগুন লেগেছে। এ সময় তিনি গাড়িতে থাকা যাত্রীকে দ্রুত নামতে বলেন এবং তিনিও নেমে যান।
ডিআই/এসকে