ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শনে- সাব-ইন্সপেক্টর সুজন দাশ
এসএসসি পরীক্ষার্থীদের জন্য কলম উপহার দিলেন ব্যারিস্টার ‘কায়সার’
নওগাঁয় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার
দুইটা কালভার্ট বদলে দিয়েছে নড়াইলের দশটি গ্রামের মানুষের জীবন
পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার আটক-১
কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে মৃত্যু ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন
সরাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নওগাঁয় স্ত্রীর স্বীকৃতি চেয়ে এক নারী সংবাদ সন্মেলন
রাণীনগরে ভ্যানের চাকায় শাড়ি আঁচল পেঁচিয়ে বৃদ্ধা নিহত
পল্লবীতে জুয়ার আসর থেকে ৩ জুয়ারী গ্রেফতার
ঢাকা উ.সিটির সাবেক কাউন্সিলর মুরাদ গ্রেফতার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,নারীসহ গ্রেফতার ১১
এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা: ডিএমপি
মোহাম্মদপুরে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারনামীর আসামি গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো.সাইদুল ইসলাম ইয়াসিন হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মো. মোস্তাকিমকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার যাত্রাবাড়ীর শেখপাড়া মসজিদ এলাকা থেকে র‍্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানান।

তিনি জানান, গত ১৪ আগষ্ট রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সময় বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, রড এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা করে। এসময় হামলাকারীরা মো. সাইদুল ইসলাম ইয়াসিনকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে যাত্রাবাড়ী থানার সামনে ফেলে রাখে।

পরবর্তীতে স্থানীয়রা ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় মারা যান।

এ ঘটনায় ভিকটিম সাইদুলের মা বাদী হয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় যাত্রাবাড়ী থানার অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর আভিযানিক দল যাত্রাবাড়ীর শেখপাড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ