ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা

স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়ন হয় নি ঘোড়াঘাটে গুরুত্বর্পূণ সড়কগুলো

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃ
স্বাধীনতার পর থেকে র্দীঘ ৫৪ বছর পেরিয়ে গেলেও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গুরুত্বর্পূণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বেশীর ভাগরাস্তা কাচা খানা খন্দে ভরা যাতায়াতের অনুপোযোগী।এ ছাড়াও ১নং বুলাকীপুর,পালশা ও ঘোড়াঘাট ইউনিয়নের অধিকাংশ রাস্তা কাচা রয়েছে।প্রতিদিনই র্দুভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জন সাধারণের। র্বষা মৌসুমে কাঁচা ও খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করা রীতিমতো কষ্টদায়ক। সড়কে যানবাহন চলাচল করাও অত্যন্ত ঝুঁকির্পূণ হয়ে উঠেছে।
তাই দ্রুত রাস্তাগুলো পাকা করণের দাবী জানিয়েছে এলাকার ভুক্তভোগী মানুষ। স্থানীয়রা অভিযোগ করেছেন, বহুবার আশ্বাস দেওয়া হলেও এখনো উপজেলার অনেক সড়ক পাকা হয়নি, যেগুলো হয়েছে সেগুলোরও অবস্থা নাজুক। ধুলাবালি, কাঁদা আর র্গতভরা সড়কে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকির্পূণ হয়ে উঠেছে।
একজন ভুক্তভোগী ট্রাকচালক বলেন, “এই এলাকার রাস্তাগুলোর অবস্থা এতই খারাপ যে গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে। অনেক সময় যানবাহন বিকল হয়ে যায়, র্দুভোগ পোহাতে হয়,যার ফলে আমাদের র্আথিক ক্ষতি হয়।” শির্ক্ষাথীরা জানায়, খারাপ রাস্তার কারণে স্কুল-কলেজে যাতায়াত করতে চরম র্দুভোগ পোহাতে হয়। বিশেষ করে র্বষাকালে জলাবদ্ধতা ও র্কদমাক্ত রাস্তার কারণে অনেক সময়ক্লাসে যাওয়া সম্ভব হয়না। এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলার এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত বছরেও যদি আমরা একটা ভালো রাস্তা না পাই, তাহলে উন্নয়ন কোথায়?
জনপ্রতিনিধিরা শুধুআশ্বাস দেন, কিন্তুকাজের কাজ কিছুই হয়না।” তবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন, তারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী জানান, “আমরা বেশ কয়েকটি রাস্তার সংস্কার কাজ হাতে নিয়েছি এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বর্পূণ রাস্তা উন্নয়নের চেষ্টা চলছে।” এরপরও এলাকাবাসীর দাবী, প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দরকার। দ্রুত সময়ের মধ্যে আধুনিক ও টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তোলা না হলে ঘোড়াঘাটের মানুষের র্দুভোগ আরও র্দীঘস্থায়ী হবে।

শেয়ার করুনঃ