নড়াইল জেলা প্রতিনিধি: পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। এ দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মাহবুবুল ইসলাম, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা অভিজিৎ চন্দ্র দাস, পাট চাষী কামরুজ্জামান তুহিন, মলয় লস্কর, সাংবাদিক কাজি হাফিজুর রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।