
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের -ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে বৈধ ◌্অবৈধ যানবাহনের সংখ্যা বৃদ্ধিতে জন জীবন বিপন্ন। ঝুঁকি নিয়ে পারাপার পথচারীদের। নিমিষেই হারিয়ে যাচ্ছে প্রাণ।প্রতিদিন বিধি নিষেধ অমান্য করে সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ যানগুলো। এতে প্রতিনিয়ত র্দুঘটনায় হারিয়ে যাচ্ছে মানুষের প্রাণ । অনেকে পঙ্গু হচ্ছেন আজীবনের মতো। অবৈধ যানবাহনের সঠিক সংখ্যা নিরুপন করা সম্ভব নয়। রাস্তায় অবৈধ যানবাহন চলাচলের কারণে পরিবহন সেক্টরে নেমে এসেছে ঝুঁকি। সড়কগুলো
পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। সড়কে এখন অবৈধ দখলে চলে গেছে শতকরা প্রায় ৯০ ভাগ যানবাহনের । অবৈধ যানের চালকরা ট্রাফিক আইন ও সংকেত না মানার কারণে নানামুখী বিপদ সমস্যা নিয়ে মোকাবেলা করতে হচ্ছে বৈধ যান চালকদের। মঙ্গলবার (৪ র্মাচ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থিত রানীগঞ্জ বাজারে (ধানহাটি)
এই র্মমান্তিক র্দুঘটনা ঘটে। সড়ক র্দুঘটনায় আব্দুল বাকী (৬০) নামে এক ব্যক্তির র্মমান্তিক মৃত্যু হয়।নিহত আব্দুল বাকী উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নে’র মারুপাড়া গ্রামের
মৃত মওলানা আব্দুল কাফির পুত্র। আব্দুল বাকী উপজেলার রানীগঞ্জ বাজারে ৩ নং সিংড়া ইউপি’র(ধানহাটি) নামক স্থানে বাইসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা স্টেডফাস্ট কুরিয়ার র্সাভিস (লি:) কার্ভাড ভ্যান(যার নম্বর-ঢাকা মেট্রো-ম-১১-৭৯১৫) এর সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর জখম হয়। স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকি সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।অকালে
প্রাণ হারিয়েছেন আব্দুল বাকীর মতো শত শত নারী পুরুষ।