ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

প্রতারক,মামলাবাজ সিকদার লিটনের গ্রেফতারের খবরে আলফাডাঙ্গায় সর্বস্তরে স্বস্তি

ভয়ংকর প্রতারক ও বহু মামলার আসামি সিকদার লিটনকে গ্রেফতারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। একইসঙ্গে এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করেছেন তারা।

প্রতারণায় সিদ্ধহস্ত ও মামলাবাজ সিকদার লিটনকে বুধবার দুপুরে ফরিদপুর থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে আলফাডাঙ্গা থানায় নেওয়া হয়। এই প্রতারকের বিরুদ্ধে থাকা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে নিয়েছে পুলিশ। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ডিবির হাতে প্রতারক সিকদার লিটন গ্রেফতারের খবরে বুধবার দুপুর থেকে আলফাডাঙ্গার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। উপজেলার বিভিন্ন মোড়, বাজারঘাটে সর্বত্র প্রতারকে নিয়ে আলোচনা চলছে। তাদের একটাই দাবি লিটনকে এমন শাস্তি আওতায় আনা হোক যাতে,নতুন কেউ এলাকার মানুষকে নিয়ে মামলা বাণিজ্য বা মিথ্যা মামলায় ফাঁসাতে না পারে।

গোপালপুরের ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর টিটন মোল্লা বলেন,সিকদার লিটন নামের এই প্রতারক মানুষের ব্লাকমেইল করে,মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং টাকা ইনকাম করে। এভাবে মাত্র তিন মাসে ১৮ লাখ টাকা ইনকাম করছে। তার শাস্তি হওয়া দরকার। পাশাপাশি এসকল প্রতারকের ইন্ধনদাতাদেরও আইনের আওতায় আনা উচিৎ।’

আলফাডাঙ্গার কামারগ্রাম এলাকার বাসিন্দা হোসেন মিয়া বলেন,’এই ধরনের লোক কোনো এলাকার জন্য কলংকজনক। এর আগেও প্রতারণা করে গ্রেফতার হয়েছিল। কিছুদিন আগে জেল থেকে বের হয়ে আবারও একই কাজ শুরু করেছে। এবার তার দৃষ্টান্তমূলক শাস্তি দেখার জন্য এলাকাবাসী অপেক্ষা করছে।’ এই প্রতারক আইনের ফাঁক গলে বের না হতে পারে সেই দাবি জানান তিনি।

আলফাডাঙ্গা বাজারের ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘এলাকার উশৃংখলকারী ও চিটার লিটনকে ধরার জন্য পুলিশকে ধন্যবাদ। এখন আলফাডাঙ্গার পরিবেশ খুব ভালো হবে আশা করি।’

তিনি আরও বলেন, এই প্রতারক এমনই জঘন্য যে, গ্রেফতারের পর তার পরিবারের সদস্যরাও থানায় দেখতে পর্যন্ত আসেনি।’

আলফাডাঙ্গা বাজারের অটোরিকশা চালক রবিউল ইসলাম বলেন, মানুষের হয়রানি করে টাকা ইনকাম করা ছিল লিটনে কাজ। ধনী-গরিব সবাইকে সে কষ্ট দিত। চাকরি দেবার নামে এলাকায় অনেক মানুষের কাছ থেকে সে টাকা নিয়েছে। টাকা চাইতে গেলে উল্টো হয়রানী করত।

জানা গেছে, ২০২০ সালে অক্টোবরে র্যাবের হাতে গ্রেফতার হয় সিকদার লিটন। এরপর প্রায় চারবছর কারাগারে ছিল। এরআগেও বিভিন্ন মামলায় কারাবন্দি ছিল সে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এই প্রতারক কারাগার থেকে মুক্ত হয়ে শুরু করেছিল মামলা বাণিজ্য।

সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্বনামধন্য ব্যক্তিকে মামলার ভয় দেখিয়ে নিয়েছে মোটাঅঙ্কের অর্থ। সর্বশেষ তিনমাসে তার বিকাশ অ্যাকাউন্টে সাড়ে ২২ লাখ টাকা লেনদেনের তথ্য জানিয়েছে পুলিশ। যার বেশির ভাগ অর্থই মামলার ভয় দেখি উপার্জন করা।

এদিকে লিটনের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া হত্যা মামলা আছে। এছাড়া মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, সিকদার লিটনের ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম বা সিডিএমএসে ১৩টির বেশি মামলার তথ্য রয়েছে। একইসঙ্গে অনেকগুলো সাধারণ ডায়েরি আছে তার বিরুদ্ধে। ভয়ংকর এই প্রতারককে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

পাঁচ আগস্ট সরকার পতনের দিন কারাগারে গুলিবি হয়ে মারা যান জাবেদ নামে একজন যুবক। নিহতের পরিবারের সঙ্গে লিটনের কোনো সম্পর্ক না থাকলেও খালাতো ভাই পরিচয়ে কেরানীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করে লিটন সিকদার৷ এই মামলায় আসামি করার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে সে। ঘটনা জানাজানি হলে নিহত জাবেদের ভাই মাইনুদ্দীন মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শেয়ার করুনঃ