
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মো.সম্রাট ওরফে সানি (১৪) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় ৮টিসহ ডিএমপির বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
বুধবার সন্ধ্যায় খিলগাঁওয়ের গোরান এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (৬ মার্চ) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দাউদ হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,“খিলগাঁও থানায় দায়েরকৃত ৩২ নম্বর মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় খিলগাঁওয়ের গোরান থেকে চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান,খিলগাঁও থানায় আট মামলাসহ, রামপুরা ও সবুজবাগ থানায় তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে