
রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় অপারেশন ডেভিল হ্যান্টের অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল বুধবার দিনব্যপি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, গতকাল বুধবার(০৬মার্চ) দিনব্যাপি মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হ্যান্টের অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, শাকিব (২৩), হারুন (৩০), চঞ্চল (২৮), শুভ (২২), সাদ্দাম (৩০), আলম বেবী (২৫) ও ইয়াহিয়া (৫৪)।
গ্রেফতারকৃতদের মধ্যে দ্রুত বিচার আইনে ১ জন, ডিএমপির মামলায় ২ জন, মাদক মামলায় ৩ জন ও পরোয়ানাভুক্ত আসামি ১ জনসহ মোট ৭ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বললেও জানান তিনি।
ডিআই/এসকে