
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি চুয়া সেলিমের অন্যতম সহযোগী মুন্না ওরফে বোমা মুন্না (৩২)কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বৃহস্পতিবার(৬ মার্চ) র্যাব-২ এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেন।
খান আসিফ তপু বলেন,রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি চুয়া সেলিমের অন্যতম সহযোগী মুন্না ওরফে বোমা মুন্না (৩২)কে আজ বৃহস্পতিবার সকালে জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
তিনি বলেন,গত ২০২৪ সালের (০১নভেম্বর) মাদক বিক্রয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ধাওয়া পাল্টা ধাওয়া চলার সময় গুলাগুলি এবং বোমা বিস্ফোরণের এক পর্যায় আশেপাশের রাস্তায় চলাচলরত ভিকটিম রাজসহ আরো ১০ থেকে ১২ জন মানুষ গুরুতর আহত হয়। স্থানীয় জনগন ভিকটিম রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রাজ এর বোন বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় আসামিদের নাম উল্ল্যেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায়,গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতার করে।
আসামিকে গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। একই সঙ্গে গ্রেফতারকৃত আসামিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
ডিআই/এসকে